স্পোর্টস ডেস্ক : ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন ফিকে হয়ে আছে পাকিস্তানের। শেষ চারের আশায় দলটি রোববার তাকিয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে। অবিশ্বাস্য শোনালেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সমর্থন করেছিলেন পাকিস্তানিরা।
পার্থে কোহলি-রোহিতরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা জানত পাকিস্তান। ম্যাচ জিতলেই তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নিরাপদ অবস্থানে চলে যাবে দক্ষিণ আফ্রিকা। তাই মনেপ্রাণে ভারতের জয় চেয়েছিলেন বাবর আজমরা।
কিন্তু দুই দেশের সমর্থন পেয়েও মাঠের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে গেছে ভারত। পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারের ভাষ্য— কোহলি-রোহিত আউট হয়ে পাকিস্তানকে শেষ করে দিয়েছে।
কোহলির আউটের পর পরই টুইটার লাইভে এসে এভাবেই হা-হুতাশ করতে দেখা যায় শোয়েব আখতারকে।
লাইভে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘আমি বলেছিলাম পাকিস্তানের জন্য ভারতের জেতা উচিত। তারা তো পাকিস্তানকে শেষ করে দিচ্ছে। চার ব্যাটার আউট হয়ে গেল!’
কোহলি আর রোহিতের অল্প রানে ফেরায় কেন এত উদ্বিগ্ন ছিলেন শোয়েব, তা ম্যাচ শেষেই স্পষ্ট হয়েছে।
আগে ব্যাট করে ৪১ রান করতেই রাহুল, রোহিত ও কোহলি সাজঘরে ফিরলে ম্যাচটা হাতছাড়া হয়ে যায় ভারতের। যে কারণে ১৩৩ রানের সহজ লক্ষ্য জমা করে তারা, যা অনায়াসেই পার করে দিয়েছেন প্রোটিয়ারা। আর ভারতের এ পরাজয়ে ডুবেছে পাকিস্তান।
কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৪