ডেস্ক নিউজ : সঠিক মূল্যতালিকা প্রদর্শন না করা ও বেশি দামে পণ্য বিক্রি করায় পাবনার চাটমোহরে তিন মুদি ব্যবসায়ীকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের পুরনো বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে দাস অ্যান্ড সন্স, হক স্টোর এবং পূজা স্টোর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উল্লেখ্য, কয়েক দিন ধরেই চাটমোহর উপজেলাজুড়ে চিনির বাজারে অস্থিরতা চলছিল। সাধারণ ক্রেতারা বিষয়টি প্রশাসনকে অভিযোগ জানালে এ অভিযানে নামেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৪