নিজেস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও মেডিকেল কলেজের অধ্যক্ষকের সাথে আলোচনা শেষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন এই ঘোষণা দেন। তিনি বলেন আজ মধ্যরাত পর্যন্ত ধর্মঘট চলবে। আগামীকাল শুক্রবার সকাল থেকে কাজে যোগ দেবেন তারা। তবে পূর্বের মতই চালু থাকবে ইমার্জেন্সি চিকিৎসা সেবা। শনিবারের মধ্যে হাসপাতালে হামলায় গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে ঘোষণা দেন তিনি৷
এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামলা, ভাংচুর ও সরকারী কাজে বাঁধা দেয়ার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় এজাহার জমা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এজাহারে বাদী হয়েছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন।
গতকাল বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান আবাসিক হলের ছাদ থেকে পড়ে এসময় তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি মৃত্যুবরণ করেন রাবি শিক্ষার্থী শাহরিয়ার হাসান। চিকিৎসা দিতে বিলম্ব করা হয়েছে, এমন অভিযোগ তুলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালায় নিহত শিক্ষার্থীর সহপাঠীরা। হামলার প্রতিবাদে ধর্মঘট ডাকে ইন্টার্ন চিকিৎসকরা। এতে করে ভোগান্তির শিকার হয় চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষরা।
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪