বিনোদন ডেক্স : জার্মান অভিনেতা লার্স এইডিঙ্গার ডিসির পরবর্তী সিনেমা ‘ম্যান অফ টুমরো’-তে সুপারম্যানের শত্রু ব্রেইনিয়াকের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটির পরিচালক জেমস গান শনিবার (২০ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘ম্যান অফ টুমরো’-তে ব্রেইনিয়াক চরিত্রের জন্য আমরা লার্স এইডিঙ্গারকে বেছে নিয়েছি। ডিসিইউতে স্বাগতম, লার্স।

























