জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর সভার ৪নং ওয়ার্ড আদর্শ গ্রাম এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১. মোঃ জাকির হোসেন, মোঃ ইব্রাহিম, আদর্শ গ্রাম রমিজ কেরানীপাড়া ৪নং ওয়ার্ড মাটিরাঙ্গা পৌরসভা
রোববার ( ১৬ অক্টোবর) বিকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদর্শ গ্রাম রমিজ কেরানি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব।
অভিযানকালে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) এর বিধান লঙ্ঘন করেছে এবং একই আইনের ১৫(১) ধারার বিধানে কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে আদর্শ গ্রাম রমিজ কেরানীপাড়ার মোঃ জাকির হোসেন,ও মোঃ ইব্রাহিম, কে এই জরিমানা করা হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, অবৈধভাবে মাটিকাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।