শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা মডেল থানা পুলিশ শনিবার রাতে পৌর সভার রাজুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ দুইজনকে আটক করেছে। এ ব্যাপারে রোববার নেত্রকোনা মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ে রোববার দুপুরে প্রেসব্রিফিং করে সাংবাদিকদের বিষয়টি জানান পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। এ সময় অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোরশেদা খাতুন, মডেল থানার ওসি খন্দকার সাকের আহমেদ উপস্থিত ছিলেন।
আটক হওয়া দুইজন হলেন- চট্টগ্রামের লোহাগড়া উপজেলার ফারাঙ্গাচর (পানতিরিশা চুনতি) গ্রামের মো. দেলোয়ারের ছেলে মো. মনির উদ্দিন((২৭) ও নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামের মৃত- আবদুল মুকিতের ছেলে আবুল খায়ের মঈন ফারুক ওরফে রাসেল(৪৬)। পুলিশ জানান, নেত্রকোনা পৌর সভার রাজুর বাজার এলাকায় জনৈক আবদুল হেকিমের হোটেলের সামনে শনিবার রাত সাড়ে আটটার দিকে ইয়াবা চালান হস্তান্তর হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ মনির উদ্দিন ও আবুল খায়ের মঈন ফারুককে আটক করে।
পুলিশ মনির উদ্দিনের দেহ তল্লাশি করে প্রায় ১৭ লাখ ৪ শ ৭পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের এসআই আশরাফুজ্জামান বাদী হয়ে আটক হওয়া দুইজনের বিরুদ্ধে রোববার সকালে নেত্রকোনা মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, জেলায় মাদকের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। চট্টগ্রাম থেকে এই মাদক নেত্রকোনায় নিয়ে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩১