উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে উপজেলা মৎস্য অফিস এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালানো হয়। অভিযানে সুগন্ধা নদীর অনুরাগ এলাকা থেকে দুই জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ বিষয়ে নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘মা ইলিশ রক্ষায় আমরা বদ্ধপরিকর। এ জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে সুগন্ধা এবং বিষখালী নদীতে দিন রাত অভিযান চালাচ্ছি। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে কোন জেলেকে ছাড় দেওয়া হবে না।
কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০