খাগড়াছড়িতে জেলা পরিষদের এনেক্স ভবনের পার্কিংশেড ধ্বসে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
জসীস উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
শনিবার, ৮ অক্টোবর, ২০২২
১২৭
Time View
জসীস উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের পার্কিংশেড ধ্বসে পড়ে মো. সাজ্জাদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ৬ জন। শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলা পরিষদের এনেক্স ভবনের নিচতলায় পার্কিং শেডে এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক মো. সাজ্জাদ খাগড়াছড়ি পৌরসভার ২নং ওয়ার্ড কলেজগেট এলাকার মো. আমিনের ছেলে।
জানা গেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নীচতলার পার্কিং শেডের নির্মান কাজ করার সময় হঠাৎ করে উপর থেকে ভেঙ্গে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সাত জনকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের সহকারী স্টেশন ম্যানেজার রাজেশ বড়ুয়া জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে একজন নিহত হয়েছে। ধ্বসে পড়া ছাদের নীচে কোন শ্রমিক চাপা পড়ে আছে কিনা তা উদ্ধারে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পাবর্ত্য জেলা পরিষদের সদস্য কল্যাণমিত্র বড়ুয়া ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যস্থা নেওয়া হবে জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু বলেছেন নিহত ও আহতদের পরিবারের পাশে সহযোগিতা অব্যাহত থাকবে।
এদিকে এ ঘটনায় নিহত-আহতের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, নিহত এক শ্রমিকের মরদেহ খাগড়াছড়ি সদর হাসাপাতালে রয়েছে। উদ্ধার হওয়া বাকি নির্মাণ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা চলছে।