আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : (মৌলভীবাজার) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ভলান্টারি এফোর্ট সেইভ এর উদ্যোগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ২০২২ ইং। দুপুর ২ ঘটিকার সময়ের শ্রীমঙ্গলের সুবিধাবঞ্চিত ও নিম্নবিত্ত কিছু পরিবারকে নতুন বস্তু ও শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়। শ্রীমঙ্গলের স্থানীয় ও প্রবাসীদের সহযোগিতায় বস্ত্র ও হুইলচেয়ার বিতরণ করা হয়। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয় এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও এসোসিয়েশন অব ভলান্টারি এফোর্ট সেইভ এর সভাপতি, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, মোঃ মনসুর ইকবাল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বনামধন্য শিক্ষাবিদ অধ্যক্ষ,সাইয়্যিদ মুজিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ, সাইয়্যিদ মুয়িজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, মিতালী দত্ত, বাংলাদেশ সাংবাদিক সমিতি শ্রীমঙ্গল শাখার সভাপতি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি,সাংবাদিক মোঃ কাওছার ইকবাল,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক, লোকেশ চন্দ্র দেব, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অয়ন চৌধুরী, সচেতন নাগরিক কমিটি শ্রীমঙ্গলের সভাপতি বিশিষ্ট লেখক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, এবং শিক্ষক নেতা বিমান বর্ধন। এছাড়াও উপস্থিত ছিলেন আগত সম্মানিত অতিথি বৃন্দ প্রমুক।
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০