বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টাস্কফোর্সের অভিযানে উপজেলার মোগড়া ইউপির সীমান্তবর্তী গ্রাম উমেদপুরের মাদক সম্রাজ্ঞী লক্ষী বেগম ইয়াবাসহ আটক। বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে আখাউড়া-আগরতলা সড়কের নারায়নপুর বাইপাস এলাকায় তার দুই সহযোগীসহ আটক হয় লক্ষী বেগম (৩৮)। আটককৃত লক্ষী বেগমের দুই সহযোগী হলো পৌর এলাকা নারায়নপুর পশ্চিম পাড়ার হুসেন মিয়ার ছেলে তারেক মিয়া (২৮) ও একই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩৮)।
এসময় তাদের কাছ থেকে ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ১০ হাজার টাকা। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মিজানুর রহমান, আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, বুধবার ভোরে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। বিকেলে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর তাদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪