ডেস্ক নিউজ : দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন রাজধানীর মুগদা হাসপাতাল রোডে। এটি স্বপ্নের ২৪৫তম আউটলেট।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী এবং ফ্র্যাঞ্চাইজি পার্টনার কামাল উদ্দিন ও তাসমীন আরা সিমি, স্বপ্ন’র হেড অব এক্সপ্যানশন মো: শামসুজ্জামান, জোনাল ম্যানেজার জায়েদ ইমাম, আউটলেট ম্যানেজার মোস্তফা কামালসহ অনেকে।
স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪২টি জেলায়। মুগদায় আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।
স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।
কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৩