বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জানানো হয়, জেলায় মোট ৬০৪টি মন্দিরে পুজা অনুষ্ঠিত হবে। স্থায়ী ও অস্থায়ী সব ধরণের মন্দিরেই সিসি ক্যামেরা রাখার বিষয়ে সবাই একমত পোষণ করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হওয়া সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.শাহগীর আলম। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানসহ অন্যান্যরা আইনশৃংখলার সার্বিক বিষয় তুলে ধরেন। সভায় জানানো হয়, সবচেয়ে বেশি ১৫১টি পুজা হবে নাসিরনগর উপজেলায়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলার প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা লাগানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে আশ্বস্থ করেন।
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০