শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় নবাগত এসপি মো. ফয়েজ আহমেদ নেত্রকোনায় যোগদানের ২৭ দিনে প্রায় সাড়ে ১৮ লাখ টাকার মাদক উদ্ধার ও ২১জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এসপি মো. ফয়েজ আহমেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, ডিবি পশ্চিমের ওসি আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পুুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, নেত্রকোনা ডিবি পুলিশ শনিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পশ্চিমের অফিসার ইনচার্জ আবুল কালামের তত্বাবধানে এস আই সঞ্জয় সরকারের নেতৃত্বে একটি টিম শনিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি বাজারে অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ মাহাবুব আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাহাবুব ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সহনহাটি গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই উপজেলার সাহিতপুর বাজারে বোরবার সকাল ৭টার দিকে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসা নূর বশরকে আটক করা হয়।
তার কাছ থেকে ১ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় তিন লাখ টাকা। আটক নূর বশর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচানিপাড়া গ্রামের জাকির আহমেদের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া শনিবার জেলার দুর্গাপুর থেকে ৪০ বোতল ভারতীয় মদ ও জেলার কলমাকান্দা থেকে ১৯৯ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গত ২৩ আগষ্ট থেকে গতকাল রোববার পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৮ কেজি ৯শ ৬০ গ্রাম গাঁজা, ১ হাজার ৩শ ৭০পিস ইয়াবা, ২৯০ বোতল ভারতীয় মদ, ৪৭ বোতল ফেনসিডিল, ৯ দশমিক ৪০ গ্রাম হিরোইন ও ১৯৯ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ্ এ ব্যাপারে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, নেত্রকোনাকে মাদকমুক্ত করার চেষ্টা করছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্ম, এ ব্যাপারে কোন ধরনের ছাড় নেই। কোন পুলিশ সদস্যও যদি এতে জড়িত থাকে তাকেউ আইনের আওতায় আনা হবে।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২০