বিজয়নগরে বেশি দামে সার বিক্রির দায়ে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।
Update Time :
শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
১১৩
Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আমতলী বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজয়নগর ইউএনও এ.এইচ. ইরফান উদ্দিন আহম্মেদ। জরিমানাপ্রাপ্ত আবু তাহের ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. আবু তাহের।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী বিজয়নগর ইউএনও এ.এইচ. ইরফান উদ্দিন আহম্মেদ বলেন, উপজেলার আমতলী বাজারে সার বিক্রেতা মো. আবু তাহের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে কৃষকদের কাছে সার বিক্রয় করছেন এখন অভিযোগের ভিত্তিতে তার দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায় আবু তাহের ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. আবু তাহের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রয়, দোকানে সারের হালনাগাদ কোন তালিকা প্রদর্শন না করা, ক্রেতা থেকে বেশি টাকা নিয়ে কম টাকার রশিদ প্রদান করা এবং কোন কোন ক্ষেত্রে সার বিক্রির মূল্য রশিদ না দিয়েই ক্রেতার নিকট সার বিক্রি করে আসছিলেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মো. আবু তাহেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎতে বেশি দামে সার বিক্রি করবেনা বলে তার কাছ থেকে মুচলেখা আদায় করা হয়। উপজেলার প্রতিটি বাজারে ভ্রাম্যমান আদালতের এমন অভিযান পরিচালনা করা হবে।
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৪