ডেস্কনিউজঃ ইসরাইল আবারো সিরায়ার দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দর ও রাজধানীর দক্ষিণ অঞ্চলের বিভিন্ন স্থাপনার ওপর হামলা চালিয়েছে। এতে দেশটির পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন এবং বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শনিবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সিরিয়ার বিমান বাহিনী আক্রমনের বিষয়টি বুঝতে পারে এবং তারা বেশিরভাগ মিসাইল ভূপাতিত করেছে। তবে হামলার ফলে দামেস্ক বিমান বন্দরে বিমান চলাচলে কোনো প্রভাব পড়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সামরিক সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার পর পরই শনিবার প্রথম প্রহরে (গ্রিনিচ মান সময় শুক্রবার ২১:৪৫ টা) এ বিমান হামলা চালানো হয়। সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় লেক তিবারিয়াস অভিমুখ থেকে চালানো এ হামলা লক্ষ্য ছিল দামেস্ক বিমানবন্দর ও দামেস্কের দক্ষিণের বিভিন্ন স্থাপনা।
যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস এসব হামলায় সিরিয়ার পাঁচ সৈন্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
তারা আরো জানায়, ইসরাইলি হামলায় ইরান সমর্থিত দুই যোদ্ধাও নিহত হন।
পর্যবেক্ষণ সংস্থা জানায়, ইসরাইলি হামলার প্রধান লক্ষ্য ছিল দামেস্ক বিমান বন্দরের কাছে ও দামেস্কের অভ্যন্তরে ঘাঁটি গেড়ে থাকা ইরান সমর্তিত বিভিন্ন গ্রুপ।
উল্লেখ্য, গত মাসেও রাজধানী দামেস্ক এবং উপকূলীয় তার্তুস প্রদেশের দক্ষিণে ইসরাইলি বিমান হামলায় তিন সৈন্য প্রাণ হারান।
সূত্র : আল জাজিরা
কিউএনবি/বিপুল/১৭.০৯.২০২০/ দুপুর ১.১২