ডেস্কনিউজঃ রাজধানীর পল্লবী থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ শুক্রবার পল্লবী থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন।
পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও জখম করার অপরাধে এ মামলা হয়। এজাহারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭৫ নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
জানতে চাইলে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম কালের কণ্ঠকে বলেন, মামলায় সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পল্লবীর ৬ নম্বর মুকুল ফৌজ মাঠে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির নেতাকর্মী আহত হয়।
এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) ডিসি জসীম উদ্দিন বলেন, মিরপুরে সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা করেছে।
ডিসি জসীম উদ্দিন বলেন, মাঠে বিএনপির একটি মিটিং চলছিল। ওই সময় পাশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকসভায় যাওয়ার সময় বিএনপির লোকজন তাদের ওপর হামলা করে। আওয়ামী লীগের লোকজনের ওপর হামলা করার পর আমরা তাদের সরিয়ে দেই। তারপর বিএনপির নেতাদের উস্কানিতে আমাদের ওপর হামলা করে।
কাদের উসকানিতে, কারা হামলা করেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলার জন্য কারা উসকানি দিয়েছে, কারা হামলার নেতৃত্ব দিয়েছে- তা তদন্তের পর জানা যাবে। আমরা তাদের (বিএনপি) শন্তিপূর্ণভাবে সমাবেশ করার সুযোগ করে দিয়েছি। অথচ তারা আমাদের ওপর হামলা করল।
এদিকে বিএনপির নেতাদের দাবি, আওয়ামী লীগ তাদের ওপর হামলা করেছে। তখন পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
বিএনপি নেতাদের এই দাবির বিষয়ে জানতে চাইলে ডিসি জসীম উদ্দিন বলেন, তারা তাদের রাজনৈতিক বক্তব্য দিয়েছে। তারা কী বক্তব্য দিয়েছে জানি না। আপনারা দেখেছেন তারা আমাদের ওপর অতর্কিত হামলা করেছে।
কিউএনবি/বিপুল/১৬.০৯.২০২২/ রাত ১১.১১