স্পোর্টস ডেস্ক : বয়সের ভার তো আছেই, সেইসঙ্গে চোটাঘাতের সঙ্গে লড়াই করে আর হয়তো কুলিয়ে উঠতে পারছিলেন না রজার ফেদেরার। তাই এবার তিনি টেনিস কোর্টকে বিদায় বলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় ফেদেরার অবসর ঘোষণা করেছেন।
চলতি বছরের লেভার কাপই হবে এই সুইস কিংবদন্তির শেষ এটিপি আসর। লন্ডনে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে।
কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০