ডেস্কনিউজঃ অধিকৃত পশ্চিমী তীরের জেনিন শহরের কাছে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। তার নাম উদাই ত্রাদ হিশাম সালাহ (১৭)। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার ইসরাইলি সেনার সাথে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
সূত্র মতে, কাফর দানে ইসরাইলি সৈন্যের ছোঁড়া গুলি উদাই নামের এক ফিলিস্তিনি কিশোরের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। এছাড়া গুলিতে আরো তিনজন আহত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র : আইএমইএমসি
কিউএনবি/বিপুল/১৫.০৯.২০২২/ বিকাল ৫.৩৫