রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৪ সেপ্টেম্বর উপজেলার সব চেয়ে বড় পরশু হাট নেকমরদে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা। হাটে গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল নেওয়ার সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা উপেক্ষা করে নিজ ক্ষমতার দাপটে গরু প্রতি ৪০০ টাকা ও ছাগল প্রতি ১৫০ টাকা নিচ্ছিলো ।
এরই প্রেক্ষিতে স্থানীয় সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের নিকট মুঠোফোনে অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যাবস্থা গ্রহন করেন উপজেলা প্রশাসন। টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা। উল্লেখ্য যে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করেও কোন সুরাহা পাচ্ছে না ভোক্তারা ।
কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৫