বৃহস্পতিবার (১সেপ্টেম্বর ২০২২ইং) রাত সাড়ে আটটার দিকে খাগড়াছড়ি ইউপি, গামারীঢালা ফরেস্টটিলা বাগানের পাশে থেকে সিআর মামলা নং-৩৮৮/২২ আসামী মোঃ রনি (২০) ও মোঃ নুর আলম(৪৫)কে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরির্দশক (এসআই) মো:মামুন হোসেন, উপ-পরির্দশক (এসআই) ঝন্টু চন্দ্র দে, উপ-সহকারি পরির্দশক মতিউর রহমান, এএসআই পৃূর্ন নন্দি হরি ও সঙ্গীয় ফোর্সসহ খাগড়াছড়ি থানাধীন ৯নং ওয়ার্ড, ১নং খাগড়াছড়ি ইউপি, গামারীঢালা ফরেস্টটিলা বাগানের পাশে থেকে বিশেষ অভিযান পরিচালনা খাগড়াছড়ি সদর থানা পুলিশ গ্রেফতার করে।
কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০