জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় থানাধীন পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকায় তালমুনিপাড়া গ্রামে জমিতে কাজ করা অবস্থায় ওয়ারেন্ট ভুক্ত আসামী লোকমান হোসেন(৩৩) কে আটক করেছে রামগড় থানা পুলিশ । বৃহস্পতিবার (১সেপ্টেম্বর ২০২২ইং)দুপুরের দিকে রামগড় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর দিক নির্দেশনা অনুযায়ী রামগড় থানা উপ-পরির্দশক (এসআই) সামছুল আমিনের নেতৃত্বে উপ-সহকারি পরির্দশক (এএসআই) খলিলুর রহমান,ফোর্স পূজন চন্দ্র নাথ সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত আসামী লোকমান হোসেন গ্রেফতার করা হয়।
জিআর মামলা নং-২৭৩/১২, ওয়ারেন্ট ভুক্ত আসামী লোকমান হোসেন(৩৩)তালমনি পাড়া (নাকাপা) গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে। রামগড় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশক্রমে যথাযথ পুলিশ স্কটের মাধ্যেমে ওয়ারেন্ট ভুক্ত আসামী লোকমান হোসেন কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪