আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা জার্মানির জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বায়েরবক। জার্মান সংবাদমাধ্যমের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, জার্মান অস্ত্রভাণ্ডারে চরম ঘাটতি দেখা দিয়েছে বলে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা জার্মানির জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে।
জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানালিনা বলেন, জার্মানির সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডারে মজুতের পরিমাণ খুব কমে যাওয়ায় ইউক্রেনের জন্য দেশের প্রতিরক্ষা শিল্প কারখানার দ্রুত অস্ত্র উৎপাদন করা উচিত। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন জিততে পারবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা তা জানি না। তবে ইউক্রেনকে সব ধরনের সহযোগিতার জন্য যা করা দরকার তাই জার্মানি করবে।
তবে বিষয়টি জার্মানির জন্য কঠিন বলে স্বীকার করেছেন তিনি। কারণ নিজের দেশের সামরিক বাহিনী অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতিতে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি এমন যে, আমরা নিজেরাই আমাদের অস্ত্র মজুতের ঘাটতিতে রয়েছি।
কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৯