আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : (মৌলভীবাজার)। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বিরাহিমপুর এলাকায় এক পারিবারিক বিয়ের আয়োজন করে কন্যার মা মাফিয়া বেগম ও তার বাবা। ওই সময়ে জানাগেছে বিয়ের আসরে বরকে আক্রমণের উদ্দেশ্য করে ওই এলাকার বাসিন্দা শাহিন মিয়ার ছেলে আরিফ (১৭)। শুক্রবার (১৯ আগস্ট) ২০২২ ইং। বিকেল ৩ ঘটিকার সময়ের ঘটনাটি ঘটে বলে জানাগেছে। আরিফ কনে পক্ষের পরিবারেরই একজন সদস্য, জানাযায় আরিফ কন্যাকে মনে মনে ভালোবাসতো সে বিয়ের আগের দিনও বরকে হুমকি দিয়েছে এই বিয়ে না করার জন্য , কন্যাসহ পরিবারের সম্মতিক্রমে এই বিয়ে পরিচালনা করেন, কন্যার মা ও বাবা।
বর পক্ষ নোয়াখালীর বাসিন্দা, নোয়াখালী থেকে এসেছে, বিয়ে মুটামুটি সবকিছুই স্বাভাবিক ছিলো। কাজী সহ বর,কনে সবারই উপস্থিতির মধ্যে হটাৎ করে প্রেমিক আরিফ তার পকেট তেকে ছুরি বের করে বরকে আক্রমণ করতে আসলে উক্ত সময়ে কনের খালু তাৎক্ষণিক সময়ে থাকে আটকাতে সক্ষম হয়। বিয়েতে আসা মানুষজন হামলাকারীর তেকে ছুরিটি উদ্ধার করে । এক পর্যায়ে সে উক্ত স্হান ত্যাগ করে পালিয়ে যায়। পরে ঘটনাটি এলাকার স্হানীয় মেম্বার কে জানালে তিনি শ্রীমঙ্গল থানা পুলিশকে অবগত করেন ।
এসময় শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির এর নেতৃত্বে এবং ওসি (অপারেশন) মো.ফজলুল হক এর সহযোগিতায় পুলিশের একটি ফোর্স পাটানো হয় । ঘটনাস্থলে পরিদর্শন করেন শ্রীমঙ্গল থানার এস.আই মো. সাইফুল ইসলাম সহ পুলিশের কয়েক সদস্য। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে, আরিফের মায়ের দাবি থাকে বিয়ে বাড়ি বরের বাবা দাওয়াত দিয়ে নিয়ে, উল্টো আক্রমণ করছে বলে জানায়। এ ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগও করা হয়নি বলে জানান, পুলিশ কর্মকতা। পরে উক্ত স্হানে পুলিশের উপস্থিতিতে স্বাভাবিকভাবে কাজীর মাধ্যমে বিয়েটি সম্পুর্ন করা হয় ।
এ ব্যপারে ওই স্হানের ৩নং ওয়ার্ড মেম্বার মো.লিমন মিয়া জানান, উক্ত বিষয়ে তার কাছে খবর পৌঁছালে তাৎক্ষণিক সময়ে প্রশাসন কে অবগত করেন। তিনি জানান প্রত্যক্ষদর্শী ওই পরিবারে সদস্য । তিনি পরবর্তীতে সবাইকে সাথে নিয়ে এক আলোচনার মাধ্যমে বিচারের আওতায় এনে ঘটনাটি সমাধান করেন এবং পরবর্তীতে কোন বিগ্নতা সৃষ্টি না হয় বলে অবগত করেন। ভবিষ্যতে যদি এমন ঘটনা ঘটে তার কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান।
∼কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯