বিনোদন ডেস্ক : ব্যক্তি হিসেবে সালমান খানকে কখনও খারাপ বলে মন্তব্য এবারই শোনা গেল প্রথম। এই অভিযোগটি করেছেন সোমি আলি। তিনি বলিউড ভাইজানের প্রাক্তন প্রেমিকা ছিলেন। সালমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, সালমান নারী নির্যাতক, উনি বিকৃতমনা, অসুস্থ, ভগবান ভেবে তাকে পূজা করা বন্ধ হোক।
বিভিন্ন টিভি অনুষ্ঠানে এখনও সালমানের সব প্রাক্তন প্রেমিকাদের দেখা যায় সালমানকে নিয়ে আফসোস করতে। এমন পরিস্থিতিতে সোমি আলির এমন অভিযোগে অনেকেই অবাক হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, অতীতে সালমানের বিরুদ্ধে ঐশ্বরিয়াও অভিযোগ করেছিল সালমানের বিরুদ্ধে। তিনি বলেছিলেন, সালমানের অশালীন আচরণের জন্যই নাকি তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল।
এবার সেই একই পথে হাঁটলেন সোমি আলি। সালমানের বিরুদ্ধে তিনি আরও বলেন, সালমান অসুস্থ। অন্যকে দুঃখ দিয়ে ও আনন্দ পায়। শুধু আমাকে নয়, এমন বহু নারীর উপর অত্যাচার করেছে সালমান। গুঞ্জন রয়েছে, সোমির সঙ্গে একটি ছবিতে অভিনয় করার কথা ছিল সালমানের। সেই ছবিতে অভিনয় করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মাঝপথেই আটকে যায় সেই ছবি। তবে অবাক করার বিষয় হলো এতো অভিযোগের পরও বলিউডের ভাইজান সালমান খান এখনও মুখ খোলেননি এই বিষয়ে।
কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫