জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৭ আগষ্ট) দুপুরে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের সীমান্তে সুতিঘাট চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।গড্ডিমারী ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন জানান, তিনি আজ সকালে ওই এলাকার জেলেদের মাধ্যমে জানতে পারে চরে একটি লাশ পরে আছে।
পরে তিনি স্থানীয় লোকজনকে সাথে নিয়ে লাশের কাছে গিয়ে লাশটি সনাক্তের চেষ্টা করেন। কিন্তু কেউ লাশটি চিনতে পারেনি। তবে স্থানীয়রা বলছে গত বুধবার সকালে তারা লাশটি ওই চরে পরে থাকতে দেখতে পেয়ে হাতীবান্ধা থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহর পরিচয় পাওয়া যায়নি তবে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫