আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন সেপ্টেম্বর মাসেই পাকিস্তানে ফিরতে পারেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সোমবার (১৫ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন ফেডারেল মন্ত্রী এবং সিনিয়র পিএমএল-এন নেতা জাভেদ লতিফ।
এসময় তিনি বলেন, “পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ- দীর্ঘ বিরতির পরে – “জনগণের” প্রতিনিধিত্ব করতে সেপ্টেম্বরে দেশে ফিরে আসবেন।”
এক সংবাদ সম্মেলনে লতিফ বলেন, চিকিৎসকরা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন এবং তাদের পরামর্শ অনুযায়ী নওয়াজ শরীফ সেপ্টেম্বরে দেশে ফিরছেন।
তিনি আরও জানান, চিকিৎসকরা তাদের মত পরিবর্তন করেছেন। জনগণ হলো তাদের চিকিৎসক; জাতি সিদ্ধান্ত নিয়েছে নওয়াজ শরীফের ফিরে আসা উচিত।
দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত নওয়াজ শরীফ ২০১৯ সালে ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন লন্ডনে চিকিৎসার জন্য যান। এরপর আর পাকিস্তানে ফেরেননি তিনি।
২০১৮ সালে আল-আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় নওয়াজকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সঙ্গে অ্যাভেনফিল্ড প্রপার্টিজ দুর্নীতির দায়ে ১১ বছরের কারাদণ্ড এবং আট মিলিয়ন ডলার জরিমানা করা হয়।
পরবর্তীতে ২০১৯ সালে তার সাজা স্থগিত করে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি দেন লাহোরের উচ্চ আদালত। এরপর লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে আর ফিরে আসেননি নওয়াজ। সূত্র: জিও নিউজ
কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪২