ডেস্কনিউজঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কঠিন ঘোষণার পর নতুন সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের নাম্বার ওয়ান অলরাউন্ডর সাকিব আল হাসান। বিতর্কিত কোম্পানি বেটউইনারের একটি অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব। একদিন সময় দেওয়া হয়েছিল চুক্তি বাতিলের জন্য। কিন্তু দিন পার হতে দেননি সাকিব।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালের দিকে তিনি নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ দুপুরের দিকে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে বিসিবি জানিয়েছেল, বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের একটি অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল না করলে তার সঙ্গে সব ধরনের সম্পর্কের ইতি টানবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এজন্য তাকে এক দিনের সময় বেঁধে দিয়েছিলো বিসিবি। কিন্তু দিনপার হওয়ার আগেই চুক্তি বাতিল করেছেন সাকিব। ফলে তার এশিয়া কাপে খেলার পথ পরিষ্কার হয়ে গেলো।
কিউএনবি/বিপুল/১১.০৮.২০২২/ সন্ধ্যা ৭.৩১