মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের আনৈবাড়ি গ্রামের জামালউদ্দিনের মেয়ে শামীমা আক্তার তিশার বিরুদ্ধে বিয়ে বানিজ্যের অভিযোগ উঠেছে। শামীমা নিজের রূপ-যৌবনকে কাজে লাগিয়ে অসামাজিক কার্যকলাপের মাধ্যমে অর্থ উপার্জনই যেনো তার পেশা ও নেশা হয়ে দাড়িয়েছে। সরেজমিনে গিয়ে জানাযায়, শামীমা স্কুল জীবন থেকেই বেপরোয়া এবং উশৃংখল চলাফেরা শুরু করেন । পারিবারিক ভাবে দুটি বিয়ে হলেও টিকেনি একটিও। নাম প্রকাশে অনিচ্ছুক শামীমার দ্বিতীয় স্বামী বলেন শামীমা সংসারী মেয়ে না সে একাধিক পুরুষে আসক্ত।
তিনি আরও বলেন শামীমা বিয়ের নামে প্রতারণা ও বানিজ্যে নেমেছে প্রবাসীদের টার্গেট করে ইমু ভিডিও কলের মাধ্যমে অর্থের বিনিময়ে অসামাজিক কার্যকলাপ করে বেরায়। অভিযোগের সত্যতা যাচাই করতে শামীমার বাবা জালালউদ্দিনের বাড়িতে গেলে সেখানে তাকে পাওয়া যায়নি। শামীমার মা জানান শামীমা কোথায় আছেন তারা জানেন না তাদের সাথে কোনো যোগাযোগ নেই কিন্তু স্থানীয়রা জানান ১০ থেকে ১৫ দিন আগে বাবার বাড়িতেই দেখা যায় শামীমাকে। এক পর্যায়ে শামীমার মাও স্বীকার করেন শামীমা তাদের বাড়িতে এসেছিলেন ।
শামীমার সাবেক স্বামী ইতালি প্রবাসী মুনজুর শিকদার জানান তার থেকে প্রায় ১৭ লাখ টাকা ও স্বর্নলংকার নিয়ে পালিয়ে যায় শামীমা । এসব অভিযোগের ব্যাপারে জানতে শামীমার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি ।
কিউএনবি/অনিমা/০৬.০৮.২০২২/সকাল ৯.৪৬
সম্পর্কিত সকল খবর পড়ুন..