শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা ওরফে সাদ্দাম আকঞ্জিকে নিয়ে ফেইসবুকে নানা আপত্তিকর স্ট্যাটাস ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার নাজমুল হাসান নীরা ওরফে সাদ্দাম আকঞ্জি নেত্রকোনা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
নাজমুল হাসান নীরা ওরফে সাদ্দাম আকঞ্জি জানান, এলাকার মানুষের ভোটে তিনি দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী পরিবারের ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তিনি। তার তিন চাচা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এলাকার মানুষের কল্যানে কাজ এবং রাজনীতি করছেন। স্থানীয় এমপি মানু মজুমদারের দিক নির্দেশণায় এলাকায় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করছেন।
উপজেলা আওয়ামী লীগের আগামী ত্রি- বার্ষিক সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। স্থানীয় একটি মহলের তা পছন্দ হচ্ছে না। মহলটি নানাভাবে তাকে ফেইসবুকে আপত্তিকর মন্তব্য লিখে যাচ্ছে এবং হুমকি প্রদান করছে। এরই মধ্যে এ ব্যাপারে দুর্গাপুর থানায় জিডি করা হয়েছে। মহলটি তার কর্মী সমর্থকদের মিথ্যে অভিযোগে মামলা দিয়ে হয়রানী করছে।
কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪