মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ ভূঁইয়া’র রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া এবং মিলাদের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই দোয়া ও মিলাদের আয়োজন করেন সাংবাদিক সমন্বয় ক্লাবের নেতৃবৃন্দ। এসময় পরিষদের চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু, সাবেক যুবলীগ নেতা মোঃ সুমন আহম্মেদ ভূঁইয়া ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মূসা, ১নং ওয়ার্ড মেম্বার মোঃ হালিম মৃধা এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রোমান আহম্মেদ ভূঁইয়া’র উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ হেলাল শেখ। এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গতঃ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সৈয়দ আহম্মেদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন।