আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ান বাহিনীর হাতে পতন ঘটা প্রথম প্রধান শহর খেরসন। সেপ্টেম্বরের মধ্যেই রুশ বাহিনীর হাত থেকে খেরসন পুনর্দখল করার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। শহরটিতে ইউক্রেন ইতোমধ্যেই ‘টার্নিং পয়েন্টে’ পৌঁছে গেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হবে খেরসন ও জাপোরিঝজিয়া অঞ্চল। ২০১৪ সালে ক্রিমিয়াও একটি গণভোটের মাধ্যমেই রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল। ভ্লাদিমির রোগোভ নামে এক রুশ কর্মকর্তা এ ব্যাপারে বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণভোট আয়োজনের কথা মাথায় রেখে সবকিছু এগিয়ে চলছে। আমি আপনাকে নির্দিষ্ট তারিখ বলব না। এজন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এ ব্যাপারে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। ধারণা করা হচ্ছে খেরসন ও জাপোরিঝজিয়ায় একই সঙ্গে গণভোট আয়োজিত হবে। এদিকে ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর কয়েকদিন পর বিনা রক্তপাত ও বাধা ছাড়া খেরসন দখল করে ফেলে রুশ সেনারা।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪২