বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী শ্রী গিরিধারী জিউর মন্দিরের জায়গা জাল দলিলের মাধ্যমে দখলের পায়তারা চলছে বলে অভিযোগ করা হয়েছে। মন্দিরটি রক্ষায় শনিবার সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। শ্রী শ্রি গিরিধারী জিউর মন্দির সেবা সংঘের আয়োজনে হওয়া মানববন্ধনে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদ, জেলা হিন্দু মহাজোট, ঘাতক দালাল নিমূর্ল কমিটির নেতৃবৃন্দসহ সনাতনীধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা অংশগ্রহন করেন। ওই মন্দির ছাড়াও জেলার আরো মন্দির দখলের অপচেষ্টা করা হচ্ছে বলে এ সময় অভিযোগ করা হয়।
গিরিধারী জিউর মন্দির সেবা সংঘের সাধারন সম্পাদক বিদ্যুৎ বৈদ্য জানান, ৭৬ শতাংশ জায়গা মন্দিরটির প্রতিষ্ঠিত। একটি ভূমি খেকো চক্র জালিয়াতির মাধ্যমে জোর পূর্বক মন্দিরের দেবোত্তর সম্পতি দখল করার চেষ্টা করছে। তিনি তাদের হাত থেকে মন্দিরটিকে রক্ষার জন্যে জেলা প্রশাসকের সহযোগিতা করে এক বিন্দু রক্ত থাকতে মন্দিরের জায়গা কাউকে দখল করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। ঘাতক দালাল নিমূর্ল কমিটির ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট অসীম বর্দ্ধন বলেন,‘এক শ্রেণীর ভূমিখেকো সন্ত্রাসী, ভুয়া কাগজ পত্র বানিয়ে মন্দিরটির জায়গা দখলের চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, মন্দির কিংবা খালের জায়গা কোনো ভাবে কাউকে দখল করতে দেওয়া হবেনা।’
জেলা হিন্দু মহাজোটের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন বলেন, ‘ভূমি দস্যুরা কেবল মেড্ডা নয় বিভিন্ন স্থানে দেবোত্তর সম্পতি দখল করার চেষ্টা করছে। তাদেরকে রুখে দেওয়ার সময় এসেছে। আমরা নিজের হাতে আইন তুলে নিতে চাইনা। আশাকরি রাষ্ট্র এ ব্যাপারে কার্যকরি ব্যবস্থা গ্রহন করবে।’ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীতিশ রঞ্জন রায় বলেন, ‘মন্দিরের নামে সঠিক কাগজ পত্র থাকা সত্বেও অসাধুদের অপতৎপরতার কারণে ভূমি খেকোরা ছলচাতুরির সুযোগ পাচ্ছেন। আমরা এই তৎপরতা বন্ধ করে সত্য ও ন্যায়ের পক্ষে ভূমিকা রাখার জন্যে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানাচ্ছি।’
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২৪