স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে পাকিস্তানের কাছে প্রথম টেস্টে অবিশ্বাস্য হারের পর শ্রীলঙ্কা দলে দেখা দিয়েছে চোটের হানা। দ্বিতীয় টেস্টের আগে ছিটকে পড়েছেন মাহিশ থিকশানা। তিনি আঙুলে চোটে পেয়েছেন। তার জায়গায় দলে নেওয়া হয়েছে লাকশিথা মানাসিংহেকে।
আজ বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)। শ্রীলঙ্কার ডানহাতি অফস্পিনার থিকশানা পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটে হেরে যাওয়া প্রথম টেস্টে তার আঙুলে আঘাত পেয়েছিলেন। ঠিক আগের সিরিজেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অভিষেক হয়েছিল। তার জায়গায় ডাক পাওয়া অফ স্পিনার মানাসিংহের ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে শিকার করেছেন ৭৩ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন ৬ বার।
এছাড়া করোনা থেকে সেরে ওঠা টপ অর্ডার ব্যাটার পাথুম নিশাঙ্কাও সেরে উঠেছেন। দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা আছে। উল্লেখ্য, আগামী রবিবার থেকে গলে শুরু হবে পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি কলম্বোতে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক-অর্থনৈতিক অস্থিরতার কারণে তা গলে আয়োজনের সিদ্ধান্ত হয়।
কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০০