স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর উইকেট নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। শনিবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে হারের পর সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন ক্যারিবীয় অধিনায়ক।
গায়ানার উইকেট অনেকটা উপমহাদেশের উইকেটের মতো। এখানে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনটি ম্যাচেই টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। অধিনায়ক তামিম আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে অল্প রানে প্রতিপক্ষকে বেঁধে ফেলে রান তাড়া করে ম্যাচ জিতেছেন। কোনো ম্যাচেই দুইশ ছুঁতে পারেনি ক্যারিবীয়রা।
সিরিজের প্রথম ম্যাচে ৪১ ওভারে ১৪৯ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে ৩৫ ওভারে মাত্র ১০৮ রানেই অলআউট হয় স্বাগতিকরা। আর হোয়াইটওয়াশ এড়াতে নেমে সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়রা ৪৮.৪ ওভারে ১৭৮ রানেই অলআউট হয়।
গায়ানার উইকেটে রান করা প্রসঙ্গে নিকোলাস পুরান বলেন, উইকেট থেকে আমরা কোনোরকম সহায়তা পাইনি। দলে কারা খেলেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, একটা দল হিসেবেই আমরা হতাশ এমন উইকেট পেয়ে। এখানে আমরা সব সময় ব্যাটিং সহায়ক উইকেটে খেলি এবং দারুণ করি। শুধু ব্যাটিং উইকেটে নয়, যেকোনো ভালো উইকেটেই আমরা দারুণ করি।
তিনি আরও বলেন, আমরা শুধু ৫০ ওভার ব্যাটিং করতে চেয়েছি। এটাই আমাদের মূল পরিকল্পনা ছিল। সত্যি বলতে আমরা প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য বেঁধে দেব এমন ভাবনা নিয়ে ব্যাটিং করিনি। আমরা দ্রুত উইকেটটা বোঝার চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্যই ছিল ৫০ ওভার পর্যন্ত টিকে থেকে। তবু তৃতীয় ওয়ানডেতে ১ ওভার বাকি থাকতেই অলআউট হয়েছি।