ডেস্কনিউজঃ ঈদুল আজহার দিনে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকশূন্য দেখা গেছে। প্রতিবছর এই দিনে সৈকতে বহু পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের ভিড় লেগে থাকত। তবে এবার হাতেগোনা কিছু দর্শনার্থী ছিল সৈকতে। আজ রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন চিত্রই দেখা গেছে বলে জানিয়েছেন সৈকতে দায়িত্বরত বিচকর্মীরা।
বিচকর্মীদের দলনেতা মাহবুবুর রহমান বলেন, বিকেলের দিকে লাবণী, সুগন্ধা এবং কলাতলী পয়েন্টে হাতেগোনা দর্শনার্থী সৈকতে নামেন, যাদের ৯০ শতাংশই স্থানীয়। এ ছাড়া বিচ্ছিন্নভাবে কিছু পর্যটক দেখা গেছে।
ঈদের দিনে পর্যটক ও স্থানীয় দর্শনার্থী আসার সম্ভাবনা মাথায় রেখে নজরদারি জোরদার করেছিলেন সংশ্লিষ্টরা। সৈকতে পর্যটক আসবে এমন আশা ছিলেন পর্যটন ব্যবসায়ীদেরও। তবে কাঙ্ক্ষিত পর্যটক না আসায় তারা হতাশ।
লাবণী পয়েন্টের বিচপার্ক ছাতা মার্কেটের চটপটি দোকানদার আবদুল হালিম বলেন, ঈদুল আজহার দিনে যেমনটি আশা ছিল তেমন হয়নি। দুপুরে দোকান খুলেছি। সন্ধ্যার আগ পর্যন্ত মাত্র ৫/৭ জন ক্রেতা এসেছে।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, কোরবানিতে কাজ থাকায় অন্যান্য বছরের ঈদের দিনের মতো পর্যটক সমাগম হয়নি। কিন্তু আজকের দিনের চিত্রটি গত বছরের থেকে অনেক খারাপ। এবারের ঈদের ছুটিতে হোটেল-মোটেল অগ্রিম বুকিং কম হয়েছে। ফলে মারাত্মক পর্যটক খরার আশঙ্কায় রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
কিউএনবি/বিপুল/১০.০৭.২০২২/ রাত ১০.৪৮