ডেস্কনিউজঃ দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্ট্রাইক বোলার নাসুম আহমেদ। এবার ওয়ানডে অভিষেকেও তার হাতেই প্রথম ওভারে বল তুলে দিলেন অধিনায়ক। তাতে বেশ সফল এই স্পিনার। মাত্র ১ রান দিয়ে থেকেছেন উইকেট শূন্য, রানটি এসেছে ওয়াইড থেকে।
এরপর একটি উইকেট নেওয়ারও সুযোগ আসে তার সামনে। দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভার করতে এসে কোনো রান খরচ করেননি নাসুম। ওই ওভারের শেষ বলটি শামার ব্রুকসের প্যাডে আঘাত করে। এলবিডব্লিউর আবেদন করলে সঙ্গে সঙ্গেই আউট দেন আম্পায়ার। পরে সম্ভাব্য ইনসাইড-এজের আশায় ব্রুকস রিভিউ নিলে তাতে সফল হন। আম্পায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।
কিন্তু রিভিউতে দেখা গেছে, নাসুমের বলটি ব্রুকসের ব্যাটে লাগার আগে থেকেই আল্ট্রা-এজে স্পাইক ছিল। তাই আম্পায়ারের সিদ্ধান্ত বদল মানতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানান। তবে কোনো লাভ হয়নি। উইকেটের জন্য নাসুমের অপেক্ষা আরও বাড়লো।
এর আগের ওভারেই অবশ্য বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভার করতে এসে প্রথম বলেই শাই হোপকে বোল্ড করে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন। ফুললেংথ থেকে ভেতরের ঢোকা বলটি ইনসাইড-এজড হয়ে প্যাডে লেগে স্ট্যাম্পে আঘাত করে।
এই রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজকে বেশ চেপে ধরেছে বাংলাদেশি বোলাররা। ১২তম ওভারের দ্বিতীয় বলে দলকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে সরাসরি বোল্ড হয়েছেন ১০ রান করা কাইল মায়ার্স। স্বাগতিকদের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রান। ব্রেন্ডন কিং শূন্য ও শামার ব্রুকস ২০ রানে অপরাজিত।
কিউএনবি/বিপুল/১০.০৭.২০২২/ রাত ১০.৪১