ডেস্কনিউজঃ ময়মনসিংহে নগরীর বাঘমারা এলাকায় ঈদের দিন সিগারেট কেনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক যুবক আহত হয়েছেন।
রোববার (১০ জুলাই) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বাদশা মিয়া (৩০) নগরীর ৮৪ নম্বর জেসিগুহ রোড এলাকার মিনার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বাঘমারা এলাকার একটি দোকানে সিগারেট কেনাকে কেন্দ্র করে বাদশা মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের একজন তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই আক্তারুজ্জামান বলেন, আজ রোববার সকালে গুলিবিদ্ধ অবস্থায় বাদশাকে হাসপাতালে ভর্তির পর অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। এখনো সেখানে রয়েছেন। তবে স্থানীয়রা বলছেন তারা দুজন বন্ধু হয়।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কিউএনবি/বিপুল/১০.০৭.২০২২/ বিকাল ৪.০৩