আন্তর্জাতিক ডেসন্ক : ইসরায়েলের সঙ্গে বিমান চলাচল চুক্তি করতে যাচ্ছে তুরস্ক। তুরস্কের ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দ্বিপাক্ষিক এই চুক্তি স্বাক্ষর হতে পারে। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, এই চুক্তির ফলে ইসরায়েলের বিভিন্ন কোম্পানির বিমান তুরস্কের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে পারবে এবং তুরস্কের বিমান ইসরায়েলের বিমানবন্দর ব্যবহার করতে পারবে।
সম্প্রতি তুরস্ক-ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে কাজ করছে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে দেশ দুটোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ছিল।
কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০