বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কর্মমঠ বাজারে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, মাদক এবং দাঙ্গা বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থানীয় কর্মমঠ বাজারের আঙ্গিনায় আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী হুমায়ূন চৌধুরী। আখাউড়া থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল ভূইয়া। ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ হামদু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, মনিয়ন্দ ইউনিয়নের দায়িত্বে থাকা বিট পুলিশিং ইনচার্জ সাব-ইন্সপেক্টর মোঃ এরশাদ মিয়া।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কর্মমঠ বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ মানিক ভূইয়া, সাবেক মেম্বার মোঃ আব্দুল্লা ভুঁইয়া, মোগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশ্রাফুল আলম হিরন, ব্যাবসায়ী মোঃ মামুন ভূইয়া, সমাজ সেবক সানাউল্লাহ মোল্লা, মোঃ নোয়াব সরকার, আনু ভুঁইয়া ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, এলাকার আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। সীমান্ত এলাকা গুলোতে মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রত্যেক অভিভাবকদের উচিত নিজ নিজ সন্তানদের সঠিক খোঁজ-খবর রাখা। এছাড়াও ছোট খাটো সমস্যা সমূহ থানায় না গিয়েও বিট পুলিশিং এর মাধ্যমে সমাধা করার ব্যাবস্থা রয়েছে বলে সমাবেশ থেকে জানানো হয়। পরে অনুষ্ঠানের সভাপতি হাজী হুমায়ূন চৌধুরী তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিট পুলিশিং সভার সমাপ্তি ঘোষণা করেন।
কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৫