ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১২ দিনের ছুটি ঘোষণা করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) প্রশাসন। ছুটি শুরু হবে ৬ই জুলাই এবং শেষ হবে ১৭ই জুলাই।তবে, অফিস ছুটি থাকবে ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত।শনিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগামী ৯ই জুলাই থেকে ১১ই জুলাই পর্যন্ত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের ক্লাস সমূহ ৬ই জুলাই থেকে ১৭ই জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।উল্লেখ্য, ১৮ জুন থেকে গবিতে এপ্রিল-২২ সেশনের ক্লাস শুরু হয়।নতুন সেমিষ্টারের ক্লাস শুরু ১৭ দিনের মাথায় ১২ দিনের লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।
কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:২৯