ডেস্কনিউজঃ রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগোরোডের বিমানবন্দরের দিকে একটি রাশিয়ান ঘাঁটি লক্ষ্য করে রাশিয়া ২৫টি মিসাইল ছুড়েছে বলে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি অ্যালান ফিশার রোববার জানিয়েছেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে তিনি বলেন, আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের মাধ্যমে ঠিক কী ঘটেছে তা একত্রিত করার চেষ্টা করছি। আল জাজিরা এই মুহুর্তে দুই পক্ষই বলছে এমন কিছু নিশ্চিত করতে পারছে না।
তবে সব কিছু দেখে মনে হচ্ছে বেলগোরোডের বিমানবন্দরের দিকে একটি রাশিয়ান ঘাঁটি লক্ষ্য করে প্রায় ২৫টি মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। মনে হচ্ছে এই মিসাইলগুলোর মধ্যে কয়েকটি আবাসিক এলাকায় আঘাত করেছে। বিভিন্ন প্রতিবেদনে এ তথ্যই পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে একটি ইউক্রেনের একটি জনবহুল শপিং মল ও গত শুক্রবার ওডেসার আবাসিক ভবনে রাশিয়ার হামলায় ২১ জন নিহতের ঘটনার পর কিয়েভের এই হামলার ঘটনা সামনে এলো।
বেলগোরোড শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সীমান্তবর্তী এই শহরে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে শহরটির কর্তৃপক্ষ।
কিউএনবি/বিপুল/০৩.০৭.২০২২/সন্ধ্যা ৬.৪৪