ডেস্ক নিউজ : মোট ১৩৩টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭৫টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৮টি। এর আগে গত ৫ জুন শুরু হয় চলতি বছরের হজ ফ্লাইট। এদিকে চলতি মৌসুমে সৌদিতে গিয়ে এ পর্যন্ত ৮ হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ৩ জন। যাদের ৬ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। বার্ধক্যের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ছাড়া সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে সার্ভিস সংখ্যা ১৪ হাজার ৫৫৪টি, চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ১১ হাজার ৪৭১টি, মোট ইস্যু করা ভিসা ছিল ৯৮ দশমিক ১৮ শতাংশ। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৯ দশমিক ৪৯ শতাংশ ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ছিল ৯৮ দশমিক ০৮ শতাংশ।
এক নজরে হজের আরও কিছু তথ্য-
• চলতি বছর হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই (চাঁদ দেখাসাপেক্ষে)
• সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ)
• বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।
• ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৩৫৯টি।
• হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট চালু হয় ৫ জুন।
• সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই।
• প্রথম ফিরতি ফ্লাইট ১৪ জুলাই।
• শেষ ফিরতি ফ্লাইট ৪ আগস্ট।
কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৮