স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে রোববার (২৬ জুন) বৃষ্টিবিঘ্নিত টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় আইপিএলে গতির ঝড় তোলা উমরানের। বৃষ্টির কারণে ১২ ওভারে নেমে আসা ম্যাচে বল করতে এসে অভিজ্ঞতাটা সুখের হয়নি সানরাইজার্স হায়দরাবাদের তারকার। এদিন বল করার সুযোগ পেয়ে এক ওভারে খরচ করেছেন ১৪ রান। সে ওভারে লেগ বাই থেকে হয় আরও একটা বাউন্ডারি। এরপর এই গতিতারকার উপর আর ভরসা পাননি ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাই উমরানের হাতে আর বল তুলে দেওয়ার সাহস করেননি। তবে ম্যাচ শেষে ঠিকই মালিককে সাহস জুগিয়েছেন অধিনায়ক।
মালাহাইডের দা ভিলেজে রোববার (২৬ জুন) টস হেরে ব্যাট করতে নেমে ১০৮ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে মাত্র ২২ রান তুলেতে সক্ষম হয় স্বাগতিকরা। এরপর পঞ্চম ওভার করতে আসা অক্ষর প্যাটেলের ওভারে ১২ রান তোলেন হ্যারি ট্যাক্টর। উমরান বল হাতে পান ষষ্ঠ ওভারে। গতির জন্য খ্যাতি পাওয়া বোলারটি প্রথম বলটাই করেন ১৪৮ কিলোমিটার গতিতে। প্রথম তিনবলে চার বলে তিনটি সিঙ্গেল ছাড়াও লেগ বাই থেকে একটি চার দেন তিনি। পঞ্চম বলটি মিড উইকেট দিয়ে বাউন্ডারি পার করে দেন ট্যাক্টর। পরের বলটি ওয়াইড করেন তিনি। উমরানের শেষ বলটিও উড়িয়ে মাঠছাড়া করেন এই আইরিশ।
এরপর আর তাকে বল দেওয়ার সাহস করেননি অধিনায়ক পান্ডিয়া। তবে তাতে রানের চাকা আটকে থাকেনি। যুজবেন্দ্র চাহালের ৩ ওভারে ১১ রানের স্পেলের পরও ৪ উইকেটে ১০৮ রান তুলেছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করেন হ্যারি ট্যাক্টর। ৩৩ বলে ৬৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। রান তাড়া করতে নেমে ইশানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। ছন্দে থাকা ওপেনার দুই ছক্কা ও তিন চারে ১১ বলে করেন ২৬ রান। তাকে বোল্ড করার পরের বলেই সূর্যকুমার যাদবকে এলবিডব্লিউ করে ভারতকে একটা ধাক্কা দেন ক্রেইগ ইয়াং।
তবে এই ধাক্কায় তেমন ক্ষতি হয়নি ভারতের। দিপাক হুদা ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে এগিয়ে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তিন ছক্কা ও এক চারে ১২ বলে ২৪ রান করা অধিনায়কের বিদায়ে ভাঙে ৬৪ রানের জুটি। আর ওপেনিংয়ে নেমে ২৯ বলে দুই ছক্কা ও ছয় চারে ৪৭ রানে অপরাজিত থাকেন হুদা। তাতে ৩ উইকেট হারিয়ে মাত্র ৯.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের মূল খেলোয়াড়রা অনেকেই ছিল না। তবে ম্যাচের মূল আকর্ষণ ছিল উমরানের অভিষেক। কিন্তু এই গতিতারকাকে মাত্র এক ওভার বল দেওয়ায় সমর্থকদের আশাহত হতে হয়। বরং ম্যাচটা আলোকিত করেছেন অখ্যাত হ্যারি ট্যাক্টর। উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলে সবশেষ আইপিএলে ১৪ ম্যাচে ১৩.৪০ স্ট্রাইকরেটে ২২টি উইকেট নিয়েছিলেন ২২ বছর বয়সী উমরান।
কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮