স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ৮ ফেব্রুয়ারি এসি মিলান ও কোমোর ম্যাচটি হওয়ার কথা ছিল মিলানের মাঠ সান সিরোতে। তবে ৬ ফেব্রুয়ারি থেকে শীতকালীন অলিম্পিক শুরু হওয়ায় সেই মাঠ ব্যবহার করা যাবে না। যার কারণে সিরি ‘আ’ ও পশ্চিম অস্ট্রেলিয়া সরকারের যৌথ আয়োজনে ম্যাচটি পার্থে আয়োজন করতে চেয়েছিল।
সোমবার এক বিবৃতিতে বলা হয়, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দেশের সীমানার বাইরে প্রথমবারের মতো পার্থে ইউরোপিয়ান লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাতিল করা হয়েছে। আর্থিক ঝুঁকি, কঠিন কন্ডিশন ও শেষ মুহূর্তের জটিলতায় উভয় পক্ষ এ সিদ্ধান্তে পৌঁছেছে।’এর আগে স্পেনের লা লিগা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের মায়ামিতে বার্সেলোনার একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিলো। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকেও সরে আসে লা লিগা কর্তৃপক্ষ।
কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০০