ডেস্ক নিউজ : বন্যা পূর্বাভাস এবং সতর্কতা কেন্দ্র থেকে জানা যায়, সুনামগঞ্জ এর প্রায় নব্বই শতাংশ জায়গা তলিয়ে গেছে। এর মধ্যে তাহিরপুর এলাকার অবস্থা বেশ সংকটাপন্ন। দোকানপাট সব বন্ধ এবং বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার একর ধানি জমি। আনুমানিক ২৪০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
এমন অবস্থায় ‘টুগেদার ফর বাংলাদেশ’ প্রতিষ্ঠানটির পরিচালক, এস এম নাজমুস সাকিবের পরিচালনায় ১৪ জনের একটি স্বেচ্ছাসেবী দল নিয়ে শুরু করেছে সুনামগঞ্জ, তাহিরপুরে ত্রাণ বিতরণ কর্মসূচি। টুগেদার ফর বাংলাদেশ তাহিরপুর উপজেলার জনগণের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া আমরা বন্যার্ত গ্রামবাসীর জন্য শুকনো খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।
এছাড়া বন্যায় অনেকেই গৃহহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় দেশবাসীর কাছে আমার অনুরোধ যতটা সম্ভব তহবিল সংগ্রহ করুন এবং তাদের পুনর্বাসনে এগিয়ে আসুন। এতে করে আমরা সাম্প্রতিক বন্যা মোকাবিলা করতে পারি বলেছেন টুগেদার ফর বাংলাদেশের পরিচালক এস এম নাজমুস সাকিব। ’টুগেদার ফর বাংলাদেশ’ একটি যুব সেচ্ছাসেবী সংগঠন। যা করোনা মহামারির সময়ে ২০২০ সাল থেকে সক্রিয়ভাবে কাজ করছে। তাদের সফল কার্যক্রম যেমন সুবিধাবঞ্চিত শিশুদের কাপড়, শীতবস্ত্র বিতরণ, করোনায় মাস্ক বিতরণ ও সচেতনতা কর্মসূচি, পুরাণ ঢাকার ঐতিহ্য রক্ষা, প্রাণী ও ঘোড়াদের মাসব্যাপী খাদ্য বিতরণ ইত্যাদি।
কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৯