ডেস্কনিউজঃ ডেস্কনিউজঃ কক্সবাজার টেকনাফ হাইওয়ে সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইকে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন।
সোমবার সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়ক হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে আমির হামজা (৫০) ও একই ক্যাম্পের মো: ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)।
বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম।
তিনি জানান, কাভার্ডভ্যান এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সূত্র : ইউএনবি
কিউএনবি/বিপুল/২০.০৬.২০২২/ দুপুর ১২.৫৪