ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফের শামলাপুর-হোয়াইক্যং যাতায়াতের ঢালারমুখ সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টা সড়কে বেরিকেট দিয়ে এই ডাকাতির ঘটনা ঘটেছে। জানা যায়, সকালের দিকে কক্সবজার ও বাহারছড়াসহ হোয়াইক্যং এলাকার সিএনজি, টমটম গাড়ি ও এনজিও সংস্থার গাড়ি হোয়াইক্যং-শামলাপুর সড়ক দিয়ে বিভিন্ন গন্তব্য যাচ্ছিল। হঠাৎ করে ১০-২০ জনের একটি ডাকাত দল রাস্তায় বেরিকেট দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের নগদ টাকা, স্বর্ণ, মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল কেড়ে নেয়।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। আমরা যাওয়ার আগে ঘটনাস্থল থেকে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাত দলকে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৪