আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক শহরের তিনটি ব্রিজের সবগুলোই উড়িয়ে দিয়েছে রাশিয়া।
এমন তথ্য জানিয়েছেন সেভেরোদোনেৎস্কের মেয়র সেরহি হাইদাই।
সেরহি হাইদাই অবশ্য জানিয়েছেন, ব্রিজগুলো উড়িয়ে দিলেও রাশিয়া এখনো পুরো শহরের নিয়ন্ত্রণ নিতে পারেনি।
তবে ব্রিজগুলো ধ্বংসপ্রাপ্ত হওয়ায় আঞ্চলকি কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে বেসামরিক লোকদের উদ্ধার করা এবং সেখানে মানবিক বা সামরিক সাহায্য পাঠানোর পথ বন্ধ হয়ে গেছে।
মেয়র সেরহি হাইদাই বলেছেন, যে সকল বেসামরিক লোক এখনো লুহানেস্কে আটকে আছেন তারা মানবেতর জীবন যাপন করছেন কারণ সেখানে অত্যাধিক হামলা চালানো হচ্ছে।
এর আগে লুহানেস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্গেই হেইডে সোমবার স্থানীয় সময় সকালে জানিয়েছিলেন, সেভেরোদোনেৎস্কের পাশের শহর লাইশাইচান্সকের সঙ্গে সংযোগ হওয়া তৃতীয় ব্রিজটি উড়িয়ে দিতে রুশ সেনারা অত্যাধিক হামলা চালাচ্ছে।
তিনি জানিয়েছিলেন, তৃতীয় ব্রিজটি ধ্বংস হয়ে গেলে সেভেরোদোনেৎস্কে থাকা বেসামরিক লোক ও সেনারা ইউক্রেনের দখলে থাকা অঞ্চলগুলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে।
সূত্র: বিবিসি
কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২২/ রাত ১১.২৩