বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

ওয়ানডে সিরিজেও অনিশ্চিত স্টার্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়ন্টিতে আঙুলে চোট পেয়ে ছিটকে যান মিচেল স্টার্ক।  এখনও সেরে না ওঠায় অস্ট্রেলিয়ার এই গতিতারকা পরের দুই টি-টোয়েন্টি খেলতে পারছেন না। এবার জানা গেল, টি-টোয়েন্টি সিরিজ পরবর্তী ওয়ানডে সিরিজেও অজি বাঁহাতি পেসারের খেলা নিয়ে সংশয় আছে।

গত মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভার করতে এসেই চোট পেয়েছিলেন স্টার্ক। ফলো-ত্রুতে বেশি নুইয়ে যাওয়ায় তার বাঁহাতের তর্জনী গিয়ে লাগে ডানপায়ের জুতার স্পাইকে।  পরে অবশ্য ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে নেনে ৩ উইকেট। ১০ উইকেটে ম্যাচ জয়ের পর বোঝা যায় স্টার্কের চোটের প্রকৃত পরিস্থিতি।

দ্বিতীয় টি-টোয়ন্টিতে স্টার্ককে একাদশের বাইরে রাখা হয়। তার জায়গায় সুযোগ পওয়া ঝাই রিচার্ডসন ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচটি ৩ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া।  পুরোপুরি সেরে উঠতে কমপক্ষে সাতদিন লাগতে পারে স্টার্কের। ফলে আগামী মঙ্গলবার হতে যাওয়া লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার না খেলা অনেকটাই নিশ্চিত।

 

 

কিউএনবি/আয়শা/০৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit