আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন চলছে। মিত্র দেশগুলোকে সঙ্গে নিয়ে মস্কোর ওপর একের ওপর এক নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া মর্কিন দূতাবাস বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে সেখানে নিয়োজিত রাষ্ট্রদূত জন জে সুলিভান বলেছেন, যুদ্ধ কেন্দ্র করে সৃষ্টি হওয়া সংকট সত্ত্বেও রাশিয়ার উচিত হবে না দূতাবাস বন্ধ করা। বিশ্বের সর্ববৃহৎ দুই পারমাণবিক শক্তির দেশকে অবশ্যই আলোচনা চালিয়ে যেতে হবে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এসব কথা বলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত সুলিভান ক্রেমলিনকে স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করলেন। যদিও মস্কোর মার্কিন দূতাবাস বন্ধ করা নিয়ে রাশিয়া এখন পর্যন্ত কিছু বলেনি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস নিউজে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সুলিভান আরও বলেন, আমাদেরকে অবশ্যই একে অপরের সঙ্গে আলোচনা করার সুযোগ সংরক্ষণ রাখতে হবে।
কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪